রাজারহাটে বাজার মনিটরিং করলেন সহকারী ভুমি কমিশনার ও ভারপ্রাপ্ত ইউএনও।
রতন রায় : রাজারহাট, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাজারগুলোতে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করলেন উপজেলা সহকারী কমশিনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ আশাদুল হক।
সোমবার(২১অক্টোবর) দুপুরে রাজারহাট বাজারের সবজি, ডিম, গালামালের দোকান ও চালের আড়তে মনিটরিং করেন এ কর্মকর্তা।
দেশে কোনভাবেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না। বিগত সরকারের পতন হলেও এখনো বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ের লক্ষ্যে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ।
রাজারহাট উপজেলার কর্মকর্তাগণ ব্যবসায়ীদেরকে ক্রয়ের অতিরিক্ত দামে জিনিসপত্র বেচার বিষয়ে সর্তক করে বলেন, নির্ধারিত তালিকার মাধ্যমে মালামাল ক্রয় বিক্রয় করবেন। অতিরিক্ত দামে মালামাল বিক্রি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও রাজারহাট উপজেলার সাংবাদিকগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনসার ও পুলিশ সদস্যরা।
সম্পাদক : বাসন্তী বিশ্বাস সুইটি