সনাতনীদের চট্টগ্রামে বিশাল জনসভাকে রাজনৈতিক ইসু করতে মিথ্যা নিউজ করে (ডেইলি বাংলাদেশ নিউজ পত্রিকা)
২৫ অক্টোবর রোজ শুক্রবারে বিকাল ৩টা সনাতনীদের ৮দফা দাবী
আদায়ে লক্ষে সনাতনী জাগরণ মঞ্জ নামে সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা ডাক দিয়েছেন সকল সনাতনী সম্প্রদায়।
বিশাল জনসভায় চিন্ময় প্রভু কৃষ্ণ দাসের নেতৃত্বয় সারা বাংলাদেশ থেকে সকল সনাতনী সংগঠনকে আহসব্বান করেছেন চট্টগ্রাম লালদিঘি ময়দানে।
সেই সনাতনী বিশাল জনসভায় ছাত্রলীগের জনসভা বলে উস্কানি দিয়ে রাজনৈতিক ইসু করতে মিথ্যা নিউজ করে উশৃঙ্খলা ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে নিউজ করেছেন (ডেইলি বাংলাদেশ নামে নিউজ পত্রিকা)
বাংলাদেশে সনাতনী জাগরণ মঞ্জের মুখপাত্র শ্রী চিন্ময় পকৃষ্ণ দাস প্রভু বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনকে বার বার শুরু থেকে বলে গেছেন সনাতনী জনসভাকে কখনো রাজনৈতিক ইসু করবেন না তারা রাজনৈতিক ইসু নিয়ে কথা বলবেনা সরকার যাবেই সরকার আসবে কিন্ত হিন্দুরা বলিরপাটা হয় তাই তাদের নিরাপত্তার দাবীর জন্য ৮দফা দাবী তুলেছেন অন্তর্বত্নীন সরকারের কাছে।
বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্জ ও সকল অঙ্গসংগঠনের দাবী (ডেইলি বাংলাদেশ নিউজ পত্রিকা) মিথ্যা বানোয়াট নিউজ করায় যে কোনো রখম ঝামেলা বা উশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
সনাতনীরা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন এই নিউজ পত্রিকা মিথ্যা নিউজের জন্য পত্রিকার সম্পাদকে শাস্তি ও নিউজ সরানোর ব্যবস্থা নেওয়ার।
সম্পাদক : বাসন্তী বিশ্বাস সুইটি