[নৃ শং স] হামলার পর অ্যাডভোকেট রমেন রায় সঙ্কটজনক অবস্থায়।
চিন্ময় কৃষ্ণ দাস এর নির্বিচারে গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে হাইকোর্টের একজন সম্মানিত প্র্যাক্টিশনার অ্যাডভোকেট রমেন রায়কে (ধারালো দেশিও অস্ত্র] দিয়ে আঘাত করা হয়। বাংলাদেশে ডানপন্থী ইসলামী দলগুলোর সহযোগিতায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট রমেন রায়।
অ্যাডভোকেট রমেন রায় তার মাথার খুলির অংশ হারানো সহ গুরুতর [জ খ ম] হন এবং আইসিইউ-তে জীবনের জন্য লড়াই করছেন বলে জানান তার পরিবার ।
অ্যাডভোকেট রমেন রায়ের মেডিকেল বোর্ড আপডেট: রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছে না। মস্তিষ্কের কার্যকলাপ ১০ এর মধ্যে ৪ টিতে রেকর্ড করা হয়।
এই নৃশংস হামলার কোথাও বিচার নাই বলে জানান হিন্দু বা সনাতনীরা এই সাথে তারা এইটার তীব্র নিন্দা জানান বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।
সেই সাথে সনাতনীরা দাবী করেন দেশ রণভূমি হয়ে গেছে আমরা এখন কোথাও নিরাপদ নই। আমরা সংখ্যায় মাত্র ৭% বরং সবার বাড়িতেই সবচেয়ে বেশি বিপদ ও প্রতিটি সনাতনী বাড়িতে গিয়ে হুমকী দিচ্ছেন বলে জানা যায়। তারা বলেন বিচার বিভাগে কোথাও বিচার নেই হিন্দুদের জন্য অনেকে বিচারপতি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে,হিন্দুরা সারারাত তবুও জেগে পাহারা রয়েছেন ভয়ে কবে এসে হামলা করে।