ভারতের মূল ভূখণ্ডের সেভেন সিষ্টার নামে খেতো সাতটি রাজ্য রয়েছে মূলত সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে মিয়ানমার ও বাংলাদেশর কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার গুঞ্জন উঠেছে।
স্টাপ রিপোর্টার শুভদেব
দক্ষিণ এশিয়ার হিন্দু মুসলিম বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাকলেও নেই একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কোন দেশ এই অঞ্চলের দেশগুলোতে খ্রিস্টান সংখ্যা লোক কিছুটা কম।ফলে বহু বছর ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃহৎ অংশ মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে আলাদা ক্রিস্টান দেশ গড়ার গুঞ্জন চলে এসেছে।
এবার সে গুঞ্জন ঘি ঢাললেন সেভেন সিস্টার ক্ষমতা ধর মুখ্যমন্ত্রী লাল দহমা তিনি অভিযোগ তুলেন এই নতুন খ্রিষ্টান রাষ্ট্রের গঠনের বিপত্তায় রয়েছেন,।
বলা হচ্ছে মনিপুরের মুখ্যমন্ত্রী এন্ড এন পিনচিং এমনি অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে
বাংলাদেশ, ভারত, মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানাই লাল দহমা ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের ব্যাপার আত্মবিশ্বাস বলেন লাল দহমা,এই নিয়ে ভারত সরকারকে সতর্ক করেন মনিপুরের মুখ্যমন্ত্রী।
চীন মিয়ানমার দিল্লি ও মোদী সরকারকে বরাবরে আতঙ্কে রাখেন এমন অস্থিশীলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ২ লাখ বর্গ কিলোমিটার নিয়ে একটি উঠেছেএমনতো অবস্থায় ভারত সহ মায়ানমার বাংলাদেশ তাদের কার্যকলাপ কি হবে ভবিষ্যতে বলতে পারে