দেড় বছরে অপহরণের শিকার দুই শতাধিক, মুক্তিপণ আদায় আড়াই কোটি টাকার বেশি
স্টাফ রিপোর্টার :বাসন্তী দাস সুইটি
টেকনাফ-উখিয়ার পাহাড়ে অপহরণ বাণিজ্য চলছে
দেড় বছরে অপহরণের শিকার দুই শতাধিক, মুক্তিপণ আদায় আড়াই কোটি টাকার বেশি বলে জানান এলাকাবাসী ।
অস্ত্র হাতে রোহিঙ্গা সন্ত্রাসী মোঃ শফি অপহরণ চক্রের মুলহোতা, কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত, তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন ও রোহিঙ্গা ক্যাম্পে থাকা শরণার্থীরা বলেন প্রতিনিয়ত আমরা ভয়ে দিন পার করতে হচ্ছে
অনেকবার প্রশাসনের নিকট দারস্ত হয়েছি কিন্ত কোনো সুরহা হয়নি আমরা আবারও প্রশাসনের নিকট
হাতজোড় কর অনুরোধ জানাচ্ছি আমাদের রক্ষা করেন।