শিশু আরাকানকে অপহরণের পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্টাপ রিপোর্টার বাসন্তী দাস সুইটি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরের শিশু আরাকানকে অপহরণের পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এফ ব্লক থেকে নুর ইসলাম (২১) ও সালাম (২০) নামে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ৮ জানুয়ারি বিকেলে শিশুটিকে ছোলা-মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখে অপহরণকারীরা এবং শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করে।
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি জানান, মুক্তিপণ দিয়ে শিশুটিকে উদ্ধার করা হলেও ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ৮ ও ১৪ এপিবিএন, ক্যাম্প পুলিশ ও উখিয়া থানার যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
শিশুটি অভিযুক্তদের শনাক্ত করেছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে