ঘুরে গেলো দাবার চাল আচমকাই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া.
বঙ্গোপসাগরে ঘটল বড় চমক! এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বঙ্গোপসাগরে যৌথ মহড়া ও টহল দিয়েছে ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) নৌবাহিনী। চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই যৌথ মহড়ার উদ্দেশ্য হল উভয় দেশের নৌবাহিনীকে একে অপরের সাথে সমন্বয় সাধন এবং সামুদ্রিক অভিযানের জন্য তথ্য আদান-প্রদানের সুযোগ দেওয়া।
বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ (India-Bangladesh) নৌবাহিনীর যৌথ মহড়া:
“বঙ্গসাগর ২০২৫” নামের এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস রণবীর এবং বাংলাদেশী নৌবাহিনীর বিএনএস আবু উবাইদা অংশ নিয়েছিলেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ও বাংলাদেশের (India-Bangladesh) নৌবাহিনী ২০১৯ সাল থেকে বঙ্গোপসাগরে বঙ্গোসাগরের অধীনে যৌথ টহল পরিচালনা করছে। তবে বর্তমান মহড়াটি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান বিএনএস আবু উবাইদা।
সম্পাদক : বাসন্তী বিশ্বাস সুইটি