1. info@worldreport24.com : ওয়ার্ল্ড নম্বর ২৪ : ওয়ার্ল্ড রিপোর্ট ২৪
  2. info@www.worldreport24.com : ওয়ার্ল্ড রিপোর্ট২৪ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "ওয়ার্ল্ড রিপোর্ট ২৪" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক চাঁদা আদায়; দুর্ধর্ষ চক্রের চার সদস্য গ্রেফতার ও ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে ডিএমপি* কালিয়াইশে হৃদয়বিদারক ঘটনা: সামান্য পাওনা টাকার জন্য হালিমা আক্তারে আত্মহননের চেষ্টা সিন্ধু জল চুক্তি স্থগিত করা কীভাবে পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করছে, প্রাক্তন শীর্ষ কর্মকর্তা ব্যাখ্যা করেছেন। জাতিসংঘের ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বানের পর পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময় *বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপির তেজগাঁও বিভাগ* সিলেট মহানগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ রাত্রীকালীন চেকপোস্ট অভিযানঃ বিক্ষোভ করে কক্সবাজারের ৫ রেস্টুরেন্টে ভাঙচুর চুনতি জাঙ্গালিয়া ঢালাই আহত শিশু আরাধ্য কক্সবাজার ডায়াবেটিক্স পয়েন্টে শুরু হলো সনাতন ধর্মীয় উৎসব বারণী স্নান এবং গঙ্গাস্নানও বলা হয়। ঘুরে গেলো দাবার চাল আচমকাই বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ নৌবাহিনীর যৌথ মহড়া.

বিক্ষোভ করে কক্সবাজারের ৫ রেস্টুরেন্টে ভাঙচুর

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিক্ষোভ করে কক্সবাজারের ৫ রেস্টুরেন্টে ভাঙচুর

 

 

কক্সবাজার প্রতিনিধি :বাসন্তী দাশ সুইটি

 

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে “ওয়ার্ল্ড স্টপস ফর গাজা” কর্মসূচির সাথে সংহতি জানিয়ে কক্সবাজার শহর জুড়ে সাধারণ জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার পর্যটন জোনের অন্তত ৫ টি রেস্টুরেন্টে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

সোমবার (৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি হলিডে মোড় হয়ে ঘুরে লাবণী হয়ে কলাতলী যায়। এসময় কলা তলি যাওয়ার পথে সুগন্ধায় রাস্তার পাশে রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়।

 

কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইজরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এসময় কাঁচ লেগে কয়েকজন পর্যটক আহত হয়েছে।

 

“আমাদের ফিলিস্তিনের প্রতি সবসময় সংহতি রয়েছে। আজকের বিক্ষোভ মিছিলেও আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। তবে কিছু উশৃংখল লোকজন দ্বারা এমন ঘটনা কক্সবাজারের পর্যটনের জন্য অশনি সংকেত। আমরা ইসরায়েলের পণ্য যত সম্ভব বর্জন করছি। তারা যদি সাইনবোর্ড নামিয়ে ফেলতে বলতো তাহলে সুন্দর একটা সমাধান হতো। ভাঙচুর করে পর্যটকদের কেন আহত করা হল! আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই জানান জাবেদ।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কক্সবাজার শহরের পর্যটন জোনের সুগন্ধা এলাকায় টফ ফ্লোরে কেএফসি এবং এর নিচে পিৎজা হাটের অবস্থান। সেখানে বেশকিছু কাঁচ ভেঙে পড়ে আছে। ভাঙচুরের পর বন্ধ করা হয়েছে পিৎজা হাট। তবে খোলা রয়েছে কেএফসি।

 

কক্সবাজার পিৎজা হাটের ইনচার্জ পারভেজ মিয়া বলেন, মূলত কেএফসির ওপর মানুষের ক্ষোভ বেশি। তারা হঠাৎ মিছিল থেকে ইট পাটকেল মারা শুরু করে কেএফসি লক্ষ্য করে। তবে কেএফসি ওপরের ফ্লোরে হওয়ার এগুলো এসে পড়ে পিৎজা হাটে। আমাদের বেশকিছু কাঁচ এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আপাতত রেস্টুরেন্ট বন্ধ রেখেছি।

 

কাঁচা লংকা রেস্টুরেন্টের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, রেস্তোরাঁর সাইনবোর্ডে সেভেন আপের বিজ্ঞাপন ছিলো। এই অজুহাতে আমাদের রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। আমরাও তো ফিলিস্তিনকে সাপোর্ট করি। আমাদের বললে আমরা সাইনবোর্ড সরিয়ে ফেলতাম। কেন রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হলো!

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানিয়েছেন, পুলিশ মিছিলের আগে পিছে ছিল। মিছিলের দৈর্ঘ্য বেশ বেশি হওয়ায় মাঝখান থেকে কিছু অতি উৎসাহী মানুষ ইসরাইলে পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্টে পেপসির সাইনবোর্ড নামিয়ে ফেলেছে।

 

কিছু ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে তবে মিছিলে উপস্থিত মুরুব্বিরা তাদেরকে তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ওয়ার্ল্ড রিপোর্ট ২৪
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট