ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে নেতৃত্বের পতন বা পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়।
বার্তা সম্পাদক :শুভ ধর সূর্য
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে নেতৃত্বের পতন বা পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, তবে হামলার ফলে এমনটা ঘটতেও পারে।
তিনি বলেন, ‘শাসনব্যবস্থা বদলানো কিংবা এই শাসনব্যবস্থার পতনের বিষয়টি একান্তই ইরানি জনগণের। এর কোনো বিকল্প নেই। এই কারণে আমি একে লক্ষ্য হিসেবে ঠিক করিনি। এটা হতে পারে হামলার একটি ফলাফল, কিন্তু এটা আমাদের আনুষ্ঠানিক বা নির্ধারিত লক্ষ্য নয়।’
নেতানিয়াহু আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলায় যুক্ত হোক বা না হোক, তেহরানের সব পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের রয়েছে।
টাইমস অব ইসরায়েল বলছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মাইক্রোসফট ভবনের কাছে বীরশেবায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে এবং আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েল হাওম বলছে, ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।