ইসলাম ধর্মীয় উত্তেজিত জনগণের ভয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরের মালামাল অন্যত্র নিয়ে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার :বাসন্তী বিশ্বাস
সম্প্রতি রংপুর জেলা গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে ধর্ম অপমাননার জের ধরে ইসলাম ধর্মীয় উত্তেজিত জনগণের হিন্দু গ্রামে দুই দিনের হামলার পর আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার সকাল থেকে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘরের মালামাল অন্যত্র নিয়ে যাচ্ছেন। হামলার শিকার পরিবারগুলোর ঘরবাড়ি লন্ডভন্ড। আতঙ্কে পরিবারগুলো গরু, ছাগল, হাঁস-মুরগি ও অন্য মালামাল ভ্যানে করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অনেকে গরু, ছাগল ও ধান বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।
কমলাকান্ত রায় বলেন, তাঁরা সারা রাত ঘুমাননি। সকাল থেকে বাড়ির মালপত্র সরাচ্ছেন। ১০-১২ মণ ধান ছিল। সেগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছেন। হামলার শিকার পরিবারগুলো বলছে, বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তাদের মালামাল লুট হয়েছে।
রবীন্দ্রনাথ রায় নামের একজন বলেন, তাঁর স্ত্রীর এক ভরি স্বর্ণ, কাপড়-চোপড় ও জমির কাগজপত্র লুট হয়েছে। রবীন্দ্রনাথের স্ত্রী রোহেলা রানীর বলেন, যদি আবার আগুন দেয়, তবে আর কিছু থাকবে না। কাঁথা-বালিশ, তোশক—সব তাঁর ভাই নিয়ে গেছে।
হ
রিশচন্দ্র বলেন, এখানে তাঁর শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে গরু-ছাগল পালন করা হতো। এখন গন্ডগোলের কারণে চন্দনপাটে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন।
সুবাস রায় বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই রোববার আমাদের ওপর হামলা হয়েছে, তারা কিচ্ছু করতে পারেনি। ফের যদি হামলা হয়! সে কারণে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যা চ্ছেন অনেকে।