এখনো গ্রেফতার হয়নি ফ্যাসিস্ট আওয়ামী ক্যাডার চকবাজার ১৬নং ওয়ার্ডের অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী প্রদীপ আচার্য্য।
এখনো গ্রেফতার হয়নি ফ্যাসিস্ট আওয়ামীর সক্রিয় সদস্য কিশোর গ্যাং লিডার চকবাজার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য প্রদীপ আচার্য্য,প্রদীপে বাড়ি সাতকানিয়া উপজেলার ঠাকুর দিঘির ছোট ডেমশা আচার্য্য পাড়ায়।
চকবাজার ১৬নং ওয়ার্ড এলাকাবাসী বলেন,এই প্রদীপ আচার্য্য সাবেক কাউন্সিলর নূর মোস্তফা টিনুর হাত ধরেই চকবাজার অস্ত্র ব্যবসা, ইয়াবা ব্যবসা, টেন্ডারবাজি,বাজার ও রাস্তাঘাট দখল করে চাঁদাবাজি করতেন।
প্রদীপ আচার্য্যর একটা সক্রিয় কিশোরগ্যাং ছিলো প্রদীপের নির্দেশনায় সাধারণ মানুষকে অস্ত্রের মূখে জিম্মি করে চাঁদা আদায় করতো,স্থানীয় লোকজন বলেন এখনো প্রদীপের কাছে অস্ত্র আছে, প্রদীপ আচার্য্যর অস্ত্র ও চাঁদাবাজি ও হয়েছিলো কিন্ত নূর মোস্তফা টিনু সাহায্য ক্ষমতার দাপটে এই মামলা থেকে রেহাই পায় প্রদীপ।
১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর মোস্তফা টিনু যখন নির্বাচন করেন তখন তিনিই জেলে চিলেন, জেলে থেকে নির্বাচনে জয় লাভ করেন,এই জয় লাভে ছিলো ভোট ডাকাতি এই প্রদীপ আচার্য্য এজেন্টকে অস্ত্র ধরে জোরপূর্বক ভোট ডাকাতি করেছেন বলে জানান এলাকাবাসী।
পরিবহন সেক্টরে ও চিলেন তার চাঁদাবাজি আমতলা থেকে কাপ্তাই রাস্তার মাথায় চলালের টেম্পো জার নাম স্থানীয় বাসায় টিকটিকি বলতেন সেই গাড়ী গুলো আটকে রেখে মালিকদের কাছে চাঁদাবাজি করতেন বলে জানান।
স্থানীয় লোকজন বলেন একইভাবে প্রযুক্তি থেকে ও কী ভাবে প্রশাসনের নাকের ডগায় ফ্যাসিস্ট আওয়ামী সক্রিয় সদস্য প্রদীপ আচার্য্য ঘুরে বেড়াচ্ছেন,উনাকে কেনো এখনো গ্রেফতার করতেছেনা উনি যে কোনো সময়ে অরাজকতা সৃষ্টি করতে পারে বলে জানান।