বহুল আলোচিত জেকবসনকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রদুত হিসাবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন
স্টাফ রিপোর্টার বাসন্তী দাস সুইটি
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহনের আগেই তরিঘরি করে জো বাইডেন নিযুক্ত রাষ্ট্রদুত ডেবিট স্লেটনের নিয়োগপত্র বাতিল করে এবং হটাৎ তার পরিবর্তে বহুল আলোচিত জেকবসনকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রদুত হিসাবে নিয়োগ দিয়ে অস্বাভাবিক দ্রুত সময়ের মধ্যে শনিবারেই ঢাকায় পাঠিয়ে রবিবারের মধ্যেই অফিসে যোগদানের নির্দেশ দিয়েছে ট্রাম্প ইমপ্রেসড নিয়োগ কমিটি যা অনেক বিষয়ে ইংগিতপূর্ন একটি খবর।
সবকিছু ঠিক থাকলে এসপ্তাহেই উচ্চ আদালতে উঠবে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মামলা। উচ্চ আদালতে মামলা উঠলেই এ সপ্তাহে চিন্ময়প্রভুর জামিন প্রায় সুনিশ্চিত।
একটি সূত্র থেকে জানা গেছে – বিভিন্ন ইস্যূতে বর্তমান নিয়ন্ত্রনহীন সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার চিন্ময়প্রভু ইস্যূ নিয়ে আর কোন ঝুঁকি নিতে চাই না কারন কারাবন্দী হিন্দু সন্যাসী চিন্ময়প্রভু ইস্যূ এখন জাতীয় ও অভ্যন্তরীন ইস্যূতে সীমাবদ্ধ নাই।
ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহনের পূর্বেই অর্থাৎ ২০ জানুয়ারীর আগেই চিন্ময়প্রভুকে মুক্তি দিয়ে বর্তমান সরকার সংখ্যালঘু ইস্যূতে মার্কিন ব্রিটিশ সরকার সহ ইউরোপীয় ইউনিয়ন তথা আন্তর্জাতিক বিশ্বের কাছে নিজেদের হৃত ভাবমূর্তি পুনঃরুদ্ধারে সচেষ্ট থাকার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান সরকারের শীর্ষ নীতিনির্ধারকগন মনে করেন, একজন মার্কিন প্রেসিডেন্টের মূখ দিয়ে যখন কোন বিশেষ ব্যক্তির নাম একবার উচ্চারিত হয় কিম্বা ক্ষমতা গ্রহনের আগেই কোন বিশেষ ব্যক্তির কারাবরন নিয়ে প্রশ্ন তোলা হয় তখন বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। এছাড়াও তুলসী গাবার্ড সহ কমপক্ষে নয়জন ভারতীয় বংশোদ্ভূত স্বধর্ম নিয়ে স্বোচ্চার ব্যক্তিকে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ন দায়িত্বে বসিয়ে দেয়া এবং সর্বশেষ ক্ষমতা গ্রহনের আগেই তরিঘরি করে জো বাইডেন নিযুক্ত রাষ্ট্রদুত ডেবিট স্লেটনের নিয়োগপত্র বাতিল করে হটাৎ তার পরিবর্তে বহুল আলোচিত জেকবসনকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রদুত হিসাবে নিয়োগ দেয়া ও অস্বাভাবিক দ্রুত সময়ের মধ্যে শনিবারেই ঢাকায় পাঠিয়ে রবিবারের মধ্যেই অফিসে যোগদানের নির্দেশ ইত্যাদি বিভিন্ন ঘনঘটা অনেক কিছুর ইংগিতবহ বলে মনে করেন।