প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম প্রাইভেট কার করে ইয়াবা পাচার করেন ড্রাইভার মোস্তাক আহাম্মেদ।
কক্সবাজার প্রতিনিধি: মোহাম্মদ হাসেম
গণঅভ্যুত্থান ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা পদত্যাগের পর আইন-শৃঙ্খলা অবনতি হয় নেড়েচেড়ে বসে প্রশাসন তারেই সুযোগ নিয়ে কক্সবাজার থেকে গাড়ি যুগে ইয়াবা পাচার করেন প্রাইভেট কার চালক ড্রাইভার মোস্তাক আহাম্মেদ
কে সেই মুস্তাক আহমেদ তার বাড়ির বা কোথায় তার
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বদ্ধুআরা গ্রামের ফারুক আহমেদের ছেলে ড্রাইভার মোস্তাক আহমেদ।
নাম প্রকাশ্য অনিচ্ছুক কেরানিহাটের একজন ড্রাইভার বলেন ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকার পদত্যাগের পর জনবল নিয়ে বাজালিয়ার চেয়ারম্যানে ঘরবাড়ি হামলা ও লুটপাট করে প্রমোশনে আসে সেই।
পুরান ঘর ইউনিয়নের একজন ড্রাইভার বলেন চট্টগ্রাম এডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে ইসকন সন্ত্রাসী সংগঠন বলে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন এই ড্রাইভার মুস্তাক আহমেদ।মোস্তাক আহমেদ বলেন হিন্দু মানে ইসকন একটা একটা ইস্কন ধর ধরে ধরে জবাই কর বলে পোস্ট করেন তার ফেসবুক আইডিতে।
ড্রাইভারের সুত্রে জানা যায় মুস্তাক আহমেদ বাজালিয়া ইউনিয়নের বদ্ধু আরা গ্রামে এল ডিপির কর্মী বলে পরিচয় দেন সেই,
পুরান ঘরের ড্রাইভার বলেন হটাৎ করে কেনো এমন পরিবর্তন এতো টাকা ও বা কই কোথায় পায় আর গন।গন কক্সবাজার কেনো, আর একজন ড্রাইভার কী ভাবে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ইয়াবা প্রচার করে,
তার বাড়ি চেক করলেও পাওয়া যেতে পারে এই মাদকদ্রব্য ইয়াবা সেই কক্সবাজার থেকে এনে চট্টগ্রামে ডেলিভারি দেয় বলে জানান এই পুরান ঘরের ড্রাইভার।