প্রাইমুভার ট্রেইলার গাড়ি পার্কিং নিয়ে বাক বিতন্ড জেরে ড্রাইভারদের উপর হামলা করে ডিসি পার্ক কর্তৃপক্ষ
বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম প্রাইমুভার ট্রেইলার ড্রাইভারের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম বন্দর পোর্ট কানেক্টিং লিংক রোড অবরোধ করে চট্টগ্রাম প্রাই মুভার টেইলার অপারেটরা ভাঙচুর চালায় চট্টগ্রাম ফৌজদারহাট ডিসি পার্ক।
চট্টগ্রাম প্রাই মুভার ইউনিয়নের সদস্য মোহাম্মদ হাসেম বলেন,চট্টগ্রাম ফৌজদারহাটে ঢাকা চট্টগ্রাম পোর্টকানেক্টিং রোডে ডিসি পার্কে কথা কাটাকাটিতে ঘুরতে যাওয়া চট্টগ্রাম প্রাইমুবার ট্রেইলার ইউনিয়নের ট্রেইলার অপারেটর ৫জনকে সন্ত্রাসী কায়দায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হিংস্র ভাবে আগাত করে বলে জানান প্রাইমুবার ইউনিয়নের সদস্য।
আগাত পাওয়া রুগিকে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান প্রাইমুবার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
চট্টগ্রাম প্রাইমুবার ট্র্বেইলার ইউনিয়নের সদসস্য হাসেম বলেন অন্যায় ভাবে আমার ভাইদের চুরির আগাত করেছে আমরা এই বিচার না হওয়ার পর্যন্ত ঘরে ফিরবো না, মোহাম্মদ হাসেম বলেন যদি আমার ভাইদের সাথে হওয়া অন্যায় বিচার না হয়।
আমাদের সকল প্রাইমুবার ট্রেইলার ড্রাইভারা পুরো চট্টগ্রাম অচল করে দিবো তাতে ভোগান্তিতে পরবে সাধারণ জনগণ, মোহাম্মদ হাসেম বলেন ডিসি পার্ক কর্তৃপক্ষ কী চায় উনি জানেন আমরা শান্তিতে আমার ভাইদের সাথে হওয়া অন্যায়ের বিচার চাই,এবং মোহাম্মদ হাসেম বলেন আমাদের প্রাইমুভার ইউনিয়নের সিনিয়র নেতা কর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করবেন অবিলম্বে ডিসি পার্কের ব্যবস্থা নিতে।