অনেক বাঁধা অতিক্রম করে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয় খিলক্ষেতের দূর্গামন্দির
২৩ জুন২০২৫, ৫০থেকে ৬০জন ই****সলাম ধর্মালম্বীরা বাংলাদেশ ঢাকা খিলক্ষেতে অবস্থিত সনাতনীদের সর্বজনীন দূর্গামন্দির সরাতে হুমকি দেন বলে জানান মন্দির কমিটি ও এলাকাবাসী, মন্দির কমিটি বলেন আমাদের হুমকি দিয়ে মন্দির অন্য জায়গায় নিয়ে যেতে বলা হয় যদি মন্দির না সরাই গুড়িয়ে ভেঙ্গে দিবে ই*****সলামিক ধর্মাবলম্বীরা
২৪জুন ২০২৫ সনাতনী অঙ্গসংগঠনে নেতৃবৃন্দরা সরেজমিনে গিয়ে প্রতিবাদ গড়ে তুলেন তখন প্রশাসন ও আসেন, কিন্ত সনাতনী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে তর্ক করেন প্রশাসন বলেন হিন্দুরা সরকারি জায়গায় মন্দির কেনো করেছেন, হিন্দুরা বলেন প্রশাসনের কাছে আমরা দীর্ঘদিন যাবত এই মন্দিরে পূজা করি সরকারি জায়গায় মসজিদ আছে কিন্ত মন্দির কেনো নয়।
কিন্ত বাংলাদেশের প্রশাসনের কাছে সনাতন ধর্মাবলম্বীরা বিচার দিতে গেলে, প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের উল্টো হুমকি দিয়ে মন্দিরা ভাঙ্গার কথা বলেন বলে জানান সনাতনধর্মাবলম্বীরা।
২৭শে জুন সনাতন ধর্মালম্বীদের উৎসব পবিত্র রথযাত্রা সেই পবিত্র রথযাত্রায় হিন্দুরা মন্দিরে উৎসব জগন্নাথ দেবের আরাধনা করবেন সেই আরাধনাটা করতে দিলেন না প্রশাসন।
জেলা প্রশাসন ও ধর্মপ্রাণ মু***জনগন মিলে এক সাথে ২৭শে জুন সনাতন ধর্মালম্বীদের রণযাত্রা আগে ২৬শে জুন বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের ঢাকা খিলক্ষেত সনাতন ধর্মালম্বীর সার্বজনী দূর্গামন্দির
সনাতন ধর্মালম্বীরা বলেন মন্দিরে প্রতিমা সরানোর সময় পর্যন্ত দেয় নি প্রশাসন হিন্দুরা মন্দির ভাংতে বাদা দিলে হিন্দুদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় তাতে কিছু সাধারণ হিন্দুদের আগাত হয়, সনাতনী অঙ্গসংগঠন বলেন এইটা আমাদের শান্তির জায়গা সেই জায়গায় আমাদের আগাত করা হয়ছে।